Home / এক্সক্লুসিভ / অবশেষে করণ-রোহিতের ছবিতে রণবীরের বিপরীতে বলিউড অভিষেক প্রিয়ার

অবশেষে করণ-রোহিতের ছবিতে রণবীরের বিপরীতে বলিউড অভিষেক প্রিয়ার

এইমাত্র পাওয়া~
করণ জোহর এবং রোহিত শেঠির সিনেমায় ‘সিম্বা’তে রণবীর সিংয়ের বিপরীতে বলিউড অভিষেক ঘটতে চলেছে প্রিয়া প্রকাশের।

ভারতের দক্ষিণী সিনেমার এই নবাগতা অভিনেত্রী তার প্রথম ছবির কয়েক সেকেন্ডের একটি ভিডিওতেই সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় করেছিলেন প্রিয়া প্রকাশ।

বলিউড অভিনেতা ঋষি কাপুর লিখেছিলেনন, ‘আমি অনুমান করি, প্রিয়া বড় তারকা হবে। ওর এত এক্সপ্রেশন অথচ এত সরলতা । প্রিয়া, তুমি তোমার সময়ের সব অভিনেত্রীতে ছাড়িয়ে যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

এবার ঋষি কাপুরের অনুমান সত্যি হতে চলেছে।

বলিউডে প্রিয়া প্রকাশ ভারিয়ারের নতুন জীবন শুরু হতে চলেছে। প্রিয়ার স্বপ্নের নায়ক রণবীর সিংয়ের বিপরীতেই তাকে দেখা যাবে ‘সিম্বা’ চলচ্চিত্রে।

এই সিনেমার প্রধান চরিত্রে এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন ‌রণবীর সিং। কিন্ত তার বিপরীতে কে থাকবেন‌ তা নিয়ে জল্পনা চলছিল বেশকিছুদিন ।

কখনও সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান, কখনও শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরসহ অনেক নতুন অভিনেত্রীর নাম উঠে আসছিল । কিন্তু শেষ অব্দি প্রিয়া প্রকাশেই মুগ্ধ হয়েছেন ছবিটির প্রযোজক করণ জোহর।

সেইকারণেই রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’য় প্রিয়াকে রণবীর সিংয়ের বিপরীতে নিতে ইচ্ছাপ্রকাশ করেছেন করণ।

রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া এই প্রিয়াকে অনেকেই এখন আশা করছেন বলিউডে, যদিও নায়ক প্রধান এই চলচ্চিত্রটিতে অভিনেত্রীর জন্য তেমন বড় জায়গা নেই। তবু করণ জোহর এবং রোহিত শেঠির মাধ্যমে বলিউডে প্রবেশ নিঃসন্দেহে প্রিয়ার কাছে সুখবর।

চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘সিম্বা’র।

Check Also

আজ সাকিবের ডাকে সাড়া দিলে, বাদ পড়তে হতো বাংলাদেশকে !

নিদহাস ট্রফির শেষ ম্যাচে বাংলাদেশ জিতে গেলেও ঘটে গিয়েছিলো এক অনাকাংখিত ঘটনা। ১৯ তম ওভারে …

error: Content is protected !!